Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পুরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত ৩ বছরে উদ্যান ফসল তথা আলু, সবজী, মসলা, ফল, ও ফুলের বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছে । হর্টিকালচার উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টারসমূহ উদ্যান ফসল সম্প্রসারণে উল্লেখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে । এ কার্যক্রমে চাষীদেরকে উন্নতমানের চারা/কলম ও বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে । বিগত (২০১৯-২০, ২০২০-২০২১, ২০২২-২০২৩) তিন বছরে অত্র হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ১৩৭১৬০টি ফলের চারা/কলম, ৬০৫৭০টি ফুল চারা/কলম, ৪৫৭০০টি মসলা চারা/কলম, ৩৩০০টি ঔষধী চারা, ২৮৬৫২৫টি সবজী চারা উৎপাদন করা হয়েছে । যা থেকে বিগত তিন বছরে ৩৯৪৯৮৯৪/- টাকা রাজস্ব আয় হয়েছে।